ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ট্রাইব্যুনালের সাবেক জজ জহির আহমেদের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
ট্রাইব্যুনালের সাবেক জজ জহির আহমেদের ইন্তেকাল

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ কে এম জহির আহমেদ (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এ কে এম জহির আহমেদ। মোহাম্মদপুর আদাবর মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের বিচারের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১০ সালের ২৫ মার্চ  বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। তখন ট্রাইব্ব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. নিজামুল হক। তিন সদস্যের মধ্যে অপর সদস্য ছিলেন বিচারপতি এটিএম ফজলে কবীর। পরে ২০১২ সালের ২৯ আগস্ট শারীরিক অসুস্থতার কথা বলে অব্যাহতি নেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।