ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

৭ লাখ ইয়াবা উদ্ধার: আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ২৭, ২০২১
৭ লাখ ইয়াবা উদ্ধার: আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. ফারুক নামে এক আসামিকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।   

ফারুককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রোববার (২৭ জুন) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ফারুকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান।

র‌্যাব-৭ ২০১৬ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ওই সময় গ্রেফতার করা হয় ফারুক ও আবুল কালামসহ সাত ব্যক্তিকে।

এ ঘটনায় করা মামলায় গত ৩১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান মো. ফারুক এবং কারামুক্ত হন। পরে তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।