ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মামুনুলের রিসোর্টকাণ্ড: এক আসামির জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জুন ২, ২০২১
মামুনুলের রিসোর্টকাণ্ড: এক আসামির জামিন স্থগিত ...

ঢাকা: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের রিসোর্টে আটক ও তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় হামলা, ভাংচুর, লুটপাটের মামলায় এক আসামির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ওই আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে  আট সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল এক নারীসহ আটক করা হয়। এরপর তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ এপ্রিল সোনারগাঁও থানায় মামলা হয়। এ মামলায় জুয়েল রানাকে গ্রেফতারের পর গত ১৩ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

পরে তার আবেদনের শুনানি নিয়ে ২৭ মে হাইকোর্ট তাকে জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুন ০২, ২০২১
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।