ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

শিশু হত্যা: যাবজ্জীবন দণ্ডিত ২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
শিশু হত্যা: যাবজ্জীবন দণ্ডিত ২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: ২০০৪ সালে ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ বছরের শিশু রাজাকে গলাটিপে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সামাদ।

শিশু রাজাকে হত্যার ঘটনায় ২০০৪ সালের ১২ মে মুক্তাগাছা থানায় মামলা হয়। এ মামলায় বিচার শেষে ২০১৯ সালের ১৫ মে তিন আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন ময়মনসিংহ আদালত।

এ রায়ের পর কারাবন্দি দুই আসামি হাতেম আলী ও মুজি গত ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর ৯ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান।

এ অবস্থায় তাদের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।