ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সারাদেশে ভার্চ্যুয়াল শুনানি: ৩ দিনে ৭২০৪ আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, এপ্রিল ১৫, ২০২১
সারাদেশে ভার্চ্যুয়াল শুনানি: ৩ দিনে ৭২০৪ আসামির জামিন

ঢাকা: সারাদেশের নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে তিন কার্যদিবসে কারাবন্দি সাত হাজার ২০৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, ১২ এপ্রিল সোমবার থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

সোমবার এক হাজার ৬০৪ জন, মঙ্গলবার তিন হাজার ২৪০ জন এবং বৃহস্পতিবার দুই হাজার ৩৬০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সর্বমোট তিন কার্যদিবসে মোট সাত হাজার ২০৪ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।