ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সোমবার সারাদেশে ভার্চ্যুয়াল কোর্টে ১৬০৪ জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, এপ্রিল ১২, ২০২১
সোমবার সারাদেশে ভার্চ্যুয়াল কোর্টে ১৬০৪ জনের জামিন

ঢাকা: সারাদেশের নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে কারাবন্দি এক হাজার ৬০৪ জন আসামির জামিন দেওয়া হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দিনগত রাতে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

    

তিনি জানান, সোমবার থেকে করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হয়েছে।  

সোমবার সারাদেশে অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানিতে দুই হাজার ৪৩৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি ও এক হাজার ৬০৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।