ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
মৌলভীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
  বাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।,ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে সরকারি স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
 
শুক্রবার (২ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালন বাস্তবায়নে এবং অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালনা সংক্রান্ত সরকারি নির্দেশনা গণপরিবহনগুলো মেনে চলছে কিনা, তা পর্যবেক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা।
 
এ সময় শহরের চাঁদনীঘাট ও রাজনগর-কুলাউড়া রোড এলাকায় স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০ আইনের ২৬৯ ধারায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় দুই হাজার তিনশ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
 
একইসঙ্গে, জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
বিবিবি/এসআই
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।