ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

পিকে হালদারের সহযোগী শুভ্রা রানী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মার্চ ২২, ২০২১
পিকে হালদারের সহযোগী শুভ্রা রানী রিমান্ডে

ঢাকা: পিকে হালদারের সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

এরপর বিকেলে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে দুদক। রিমান্ড আবেদনের পক্ষে দুদকের কৌশলী মাহমুদ হোসেন জাহাঙ্গীরর শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২১ মার্চ) ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে ‘কাগুজে প্রতিষ্ঠানের’ পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।