ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নোয়াখালীতে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
নোয়াখালীতে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড প্রতীকী

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূকে হত্যা মামলায় আবদুর রহীম জাবেদ ওরপে আরিফ নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ডে দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ মার্চ) বিকেলে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

২০১৫ সালের ১২ জুলাই বিকেলে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ফারজানা আক্তার টুনি নামে এক গৃহবধূকে হত্যার দায়ে আসামি জাবেদ ওরপে আরিফকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাবেদ ওই ইউনিয়নের শুল্লুকিয়া এলাকার চারুবানু গ্রামের আবদুল মান্নানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, চারুবানু এলাকার আবদুল বাসেতের স্ত্রী ফারজানা আক্তার টুনির বাড়ির রাস্তা দিয়ে চলাচল নিয়ে তার সঙ্গে আবদুর রহিম জাবেদের বিরোধ ছিল। ২০১৫ সালের ১২ জুলাই জাবেদের সঙ্গে টুনির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে জাবেদ ধারালো অস্ত্র দা দিয়ে টুনিকে কুপিয়ে জখম করেন। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুল আমিন বাদী হয়ে একই বছরের ১৩ জুলাই জাবেদকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।  

রোববার ১৭ জনের সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযুক্ত আসামি জাবেদকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম আকবর ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুর রহিম রাসেল।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।