ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: গ্রেফতার রাজিবুল একদিনের রিমান্ডে

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: গ্রেফতার রাজিবুল একদিনের রিমান্ডে

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাকে ফেসবুকে কটুক্তি করায় কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত রাজিবুল আলমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৩ মার্চ) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার রাজিবুল আলম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ার খালী গ্রামের নুরুল আলমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ কুষ্টিয়া সদর আসনের এমপি মাহাবুব আলম হানিফ এমপিকে জড়িয়ে ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু। এ মামলায় গ্রেফতার হওয়া আসামি রাজিবুল আলমকে আদালতে সোপর্দ করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

একদিনের রিমান্ড মুঞ্জরের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad