ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

নথি গায়েব: পেশকারসহ দুজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, মার্চ ২, ২০২১
নথি গায়েব: পেশকারসহ দুজন রিমান্ডে

ঢাকা: অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে নথি গায়েবের অভিযোগে কোতয়ালী থানার মামলায় ঢাকার এক নম্বর দ্রত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. সামছুদ্দিনসহ দুই জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

এই মামলার অপর আসামি হলেন, পেশকারের সহযোগী সেলিম উদ্দিন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই আবু সাঈদ চৌধুরীর আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে এ রিমান্ডের আদেশ দেন।

এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের একটি মামলার নথি গায়েব হওয়ায় এই মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।