ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০২১
বরিশালে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ব‌রিশাল: বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল মজুদ রাখার অপরাধে বরিশালের বাকেরগঞ্জের মাদক কারবারি কামরুজ্জামান হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মজিবর রহমান বাবুল ওরফে বিসিক বাবুলকে খালাস দেওয়া হয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান উপজেলার হলতা হাওলাদার বাড়ির মৃত ইছহাক হাওলাদারের ছেলে।

বেঞ্চ সহকারী রেজাইল ইসলাম লিটন জানান, ২০১৩ সালের ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরের কালিবাড়ি রোডের প্রথম গলিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে আটক করে।

এছাড়া জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান তার ভাড়া বাসায় ফেন্সিডিল মজুদ রাখার কথা স্বীকার করেন। পরে দলটি কামরুজ্জামানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরো ৪৪ বোতলসহ মোট ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।  

এ ঘটনায় একই দিন কোতোয়ালি মডেল থানায় দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এসআই জাহিদুল ইসলাম।

একই বছর ১৬ জুলাই মামলার তদন্তকারি কর্মকর্তা এসি ডিবি এসএম মাহমুদ হাসান আদালতে চার্জশিট জমা দেন।  

রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামি কামরুজ্জামানকে ওই দণ্ডাদেশ দেন।

রায়ের সময় কামরুজ্জামান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।