ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবলু, সম্পাদক খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবলু, সম্পাদক খোকন

বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (খোকন) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সহ-সভাপতি পদে লীলা রানী চক্রবর্তী, মো. সালাউদ্দিন সিপু, অর্থ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক পদে সুমন চন্দ্র হালদার ও এস এম আতিকুল ইসলাম (রফিক) বিজয়ী হয়েছেন।

এছাড়া নিবার্হী সদস্য পদে মুহাম্মদ ফিরোজ আলম সিকদার, এস এম তৌহিদুর রহমান, মো. শহিদুল ইসলাম খলিফা বিজয়ী হয়েছেন।

অপরদিকে, ১১টি পদের মধ্যে বিএনপি সমর্থিত (নীল) প্যানেল থেকে শুধু নিবার্হী সদস্য পদে আ. রহমান চোকদার বিজয়ী হয়েছেন।

এরআগে বৃহস্পতিবার (১১) ফেব্রয়ারি সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আইনজীবী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন উপ-পরিষদ সদস্য অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু।

এ নির্বাচনে সমিতির তালিকাভুক্ত ৮৬২ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সর্বশেষ ভোটটি দিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।