ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

গোয়াইনঘাটে ডাবল মাডার: ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
গোয়াইনঘাটে ডাবল মাডার: ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট হাইকোর্ট

ঢাকা: সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হওয়ার মামলায় দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন।

দুই আসামি হলেন- ফয়েজ আহমেদ ও জামাল উদ্দিন।

পরে বশির উল্লাহ জানান, তাদের জামিন আবেদন আরও তিনটি হাইকোর্ট বেঞ্চে খারিজ হয়েছে। কিন্তু সেসব তথ্য গোপন করে এ আবেদন করা হয়েছে। বিষয়টি নজরে আসায় আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি আসামিদের জামিন দেননি।

২০১৮ সালের ২৪ মার্চ সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজার এলাকায় মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত ও ২০ জন আহত হন।

নিহতরা হলেন- মিত্রিমহল গ্রামের আবদুল জলিলের ছেলে আলী আহমদ (২৫) ও আজিজুল রহমানের ছেলে রুমেল আহমদ (৩০)।

সালুটিকর বাজার এলাকায় মসজিদের জমি নিয়ে মোতাওয়াল্লী মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান এবং বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পক্ষের ছোড়া গুলিতে আলী আহমদ ও রুমেল মারা যান। এ সময় দু’পক্ষের প্রায় ২০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।