ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

সিলেটে আফরোজ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
সিলেটে আফরোজ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

সিলেট: সিলেটের আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।



মৃত্যুদণ্ডপ্রাপ্ত মইনুদ্দিন (মঞ্জু) সিলেটের সিলেটের ওসমানীনগর উপজেলার হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরপাড়া এলাকার আফরোজ আলীকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার চিৎকারে পরিবারসহ এলাকার এগিয়ে আসলে মঞ্জু পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা (নং-১৭(১১)২০২১) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘতদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, আফরোজ আলী হত্যার দায়ে মামলার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।