ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় বিজয়ী আইনজীবীদের শপথবাক্য পাঠ করোনো হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৮টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে আওয়ামীন্থীরা জয়লাভ করেছেন। সভাপতিসহ বাকি তিনটি পদ পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন।  

এর আগে রোববার জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে গভীর রাতে ফলাফল প্রকাশ করেন বিদায়ী সভাপতি।  

বিজয়ী আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুর রউফ পান্না, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম ও কামরুল হুদা, গ্রন্থাগারিক সম্পাদক মো. শাহ আলম, সহকারী গ্রন্থাগারিক সম্পাদক ছামিউল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা ইয়াসমিন পপি, কোষাধ্যক্ষ মাহমুদুল আলম সম্রাট, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব রক্ষক দ্বী ভাস্কর ঘোষ, নির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, আব্দুর রউফ রাজা, কামরুজ্জামান খোকন, নূর হোসেন মোল্লা এবং খোন্দকার আব্দুল হান্নান।  

বিজয়ী বিএনপি সমর্থিতরা হলেন- সভাপতি পদে মীর রুহুল আমিন বাবু, সহ-সভাপতি আলীমুল হক ও সদস্য পদে আব্দুল আজিজ সরকার।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।