ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

পি কে হালদারের দুই সহযোগী পাঁচ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
পি কে হালদারের দুই সহযোগী পাঁচ দিনের রিমান্ডে

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় পি কে হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনের পক্ষে দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়।

** পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে ৫ মামলা

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।