ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ময়মনসিংহের ডেপুটি জেলার অলিভাকে হাইকোর্টে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
ময়মনসিংহের ডেপুটি জেলার অলিভাকে হাইকোর্টে তলব ফাইল ছবি

ঢাকা: আদালতের প্রতিপালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে ময়মনসিংহ কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিনকে তলব করেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।

আগামী ১৪ অক্টোবর অলিভা শারমিনকে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুর রাফেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আলী হায়দার।

পরে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুর রাফেল বলেন, সাহেদ নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি জামিন আবেদন করেছিলেন। ওই আসামি কত দিন কারাগারে রয়েছেন সে তথ্য জানতে চেয়েছিলেন আদালত। আদালতের আদেশ মোতাবেক ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কারাগারে যোগাযোগ করি। কিন্তু ডেপুটি জেলার অলিভা শারমিন তথ্য দিতে রাজি হননি। বিষয়টি অবহিত করার পর আদালত তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করতে বলেন। সে অনুসারে আবেদন করি।

তিনি বলেন, বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। একই সঙ্গে তাকে ১৪ অক্টোবর হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।