ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মাধ্যমিকের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
মাধ্যমিকের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে নোটিশ

ঢাকা: মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যদের শিক্ষাগতযোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস নির্ধারণ করে গেজেট প্রকাশ করতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন।



তিনি লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের চেয়ারম্যান। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে অন্যথায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন।

জহির উদ্দিন লিমন বলেন, গতবছর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়া যাবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে। অথচ মাধ্যমিক বিদ্যালয়ে এটি নেই। তাই নোটিশ দিয়েছি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad