ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

সিনহা হত্যা: রিমান্ড শেষে আদালতে ৩ সাক্ষী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
সিনহা হত্যা: রিমান্ড শেষে আদালতে ৩ সাক্ষী

কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চারদিনের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আদালতে হাজির করা হয়।

তারা হলেন- নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। তিনজনই টেকনাফের বাহারছড়ার বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের চারদিনের রিমান্ড আদেশ দেন।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে অভিযোগ এনে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের নয় সদস্যের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।