ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

মেহেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
মেহেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাবিদুল, ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের ফেরদৌস আলী হত্যা মামলায় কাবিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

কাবিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, কাবিদুল ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যায় ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আজিবুরের ছেলে ফেরদৌসকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় ফেরদৌসের ভাই রবগুল হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩, তারিখ ২৪/৭/২০১২।

মামলার আসামি কাবিদুলকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র বিশ্লেষণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী শহিদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।