ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

ঢাকা: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
 
এ বিষয়ে নোটিশ জারি করেছে বার কাউন্সিল।

রোববার (২৬ জুলাই) বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম সাক্ষরিত নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক পত্রে জানিয়েছে- আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে।
 
‘সে অনুযায়ী পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার এনরোলমেন্ট (তালিকাভুক্তি) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ’
 
নোটিশে বলা হয়, ‘পরীক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য ইস্যু করা প্রবেশপত্র দিয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষা-কেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল এবং অন্য নির্দেশনা পরবর্তীতে ঘোষণা করা হবে। ’
 
নোটিশে আরও বলা হয়, ‘এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দু’বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে জারি করা গেজেটে (১৯ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রকাশিত এসআরও নম্বর ৩৬৭-আইন/২০১৮) বিদ্যমান রুলস সংশোধন করে ‘ইহা অবিলম্বে কার্যকর হইবে’ মর্মে উল্লেখ রয়েছে।

এই সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে উক্ত তারিখের আগে যারা একবার লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে যদি সরকার এ সংশোধনীটির প্রয়োগে ভূতাপেক্ষাভাবে প্রয়োগ করার বিধান উল্লেখ করে কোনো সংশোধনী দেন কেবল সেই ক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন। ’

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।