ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

করোনা আক্রান্ত আইনজীবীদের তথ্য চেয়েছে বার কাউন্সিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২৯, ২০২০
করোনা আক্রান্ত আইনজীবীদের তথ্য চেয়েছে বার কাউন্সিল

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত সারাদেশের আইনজীবীদের তালিকা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

সোমবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বাদল।

সব আইনজীবী সমিতিতে পাঠানো বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আপনার বার সমিতির যেসব আইনজীবী কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের তালিকা ছক মোতাবেক বাংলাদেশ বার কাউন্সিলে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ২৯, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।