ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

প্রধান বিচারপতি সিএমএইচে, তবে সুস্থ আছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুন ৩, ২০২০
প্রধান বিচারপতি সিএমএইচে, তবে সুস্থ আছেন

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তিনি এখন সুস্থ আছেন। আর হাসপাতালে থাকা অবস্থাই  তিনি প্রয়োজনীয় দাপ্তরিক ফাইলে সই করেছেন।

বুধবার (০৩ জুন) রাতে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, ‘দেশের প্রধান বিচারপতি সুস্থ আছেন।

তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমইচএ ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন ও দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সেকারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ ও বিশ্রামে রাখা হয়। গত দু’দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১শ ফাইলে সই দিয়েছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই’

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুন ০৩, ২০২০
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।