ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মশা নিধনে স্থানীয় সরকার সচিবসহ ঢাকার ২ মেয়রকে আইনি নোটিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ৫, ২০২০
মশা নিধনে স্থানীয় সরকার সচিবসহ ঢাকার ২ মেয়রকে আইনি নোটিশ

ঢাকা: জনস্বার্থের নিরাপত্তায় ঢাকার দুই সিটিতে মশা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার এক বাসিন্দা।

মঙ্গলবার (০৫ মে) ইমেইল যোগে স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্য অধিদপ্তরের মহারপরিচালক বরাবরে এ নোটিশ পাঠান সুত্রাপুরের বাসিন্দা ফাহিমা ফেরদৌস।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বর্তমনে দুই সিটিতে মশার উপদ্রব বেড়েছে। দুই সিটির জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষায় মশা নিধন করার কার্যকর পদক্ষেপ নেওয়া আপনাদের দায়িত্ব। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অনেক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।

এতে আরও বলা হয়, গত বছর ডেঙ্গুতে অনেকের প্রাণহানি ঘটেছে এবং অনেকে আক্রান্ত হয়েছেন। তাই ২৪ ঘণ্টার মধ্যে মশা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৫, ২০২০
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।