ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

পাবলিক পরীক্ষায় আলাদা কেন্দ্র কেন নয়: হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, নভেম্বর ২৪, ২০১৯
পাবলিক পরীক্ষায় আলাদা কেন্দ্র কেন নয়: হাইকোর্টের রুল সুপ্রিম কোর্ট

ঢাকা: পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি ও বিভিন্ন পরীক্ষায় দেশের জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৪ নভেম্বর) এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

  

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার জাকির হোসেন।

এর আগে গত আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন।

পরে সরদার জাকির হোসেন সাংবাদিকদের বলেন, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে প্রায় সারা বছর জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক রকম বন্ধ থাকে বা ক্লাস হয় না। শিক্ষার্থীরা এতে ক্ষতির মুখে পড়ছে। এ কারণে হাইকোর্টে রিট করা হয়েছে। এ রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।