ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

‘হলি আর্টিজান হামলার পরিকল্পনা হয় তামিম চৌধুরীর বাসায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
‘হলি আর্টিজান হামলার পরিকল্পনা হয় তামিম চৌধুরীর বাসায়’ হলি আর্টিজানে জঙ্গি হামলার পর লণ্ডভণ্ড অবস্থার ছবি

ঢাকা: হলি আর্টিজানের হামলার পরিকল্পনা তামিম চৌধুরীর (নব্য জেএমবির প্রধান ছিলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত) বাসায় হয় বলে এ মামলার আসামি জাহাঙ্গীর আলম আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সন্ত্রাসীবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তিনি এ জবানবন্দি দেন। মামলায় অন্য আসামিদের জবানবন্দি নিচ্ছেন আদালত।

আসামি জাহাঙ্গীর আদালতকে বলেন, ২০১৬ সালের ১ জুলাই সকাল ১০টা পর্যন্ত আমি তামিম চৌধুরীর বাসায় ছিলাম। এরপর সেখান থেকে সিরাজগঞ্জ চলে যাই। সন্ধ্যা ৭টায় তামিম আমাকে ফোন দিয়ে বলে, ভাইদের জন্য দোয়া করবেন।  

২০১৬ সালের ১০ জুলাই রাজধানীর কল্যাণপুরে কাউন্টার টেরোরিজম সদস্যদের হাতে জাহাঙ্গীর গ্রেফতার হয় বলে সে জবানবন্দিতে জানায়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।