ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

পোশাক কারখানা পরিদর্শনে নিরাপন’র কার্যক্রমে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
পোশাক কারখানা পরিদর্শনে নিরাপন’র কার্যক্রমে নিষেধাজ্ঞা হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: উত্তর আমেরিকাভিত্তিক তৈরি পোশাকের ক্রেতা জোট প্রতিষ্ঠান ‘নিরাপন’ এর কারখানার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

ড্রাগন সোয়েটার লিমিটেডের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২২ অক্টোবর) রুলসহ এ আদেশ দেন।  

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল সাইফুদ্দিন খালেদ।  

ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, গত বছরের শেষ দিনে অ্যালায়েন্স বাংলাদেশ ত্যাগ করে। এরপর এপ্রিলে নিরাপন তাদের কাজ শুরু করে। ওই অ্যালায়েন্স নিয়ে ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড হাইকোর্টে রিট করে। সেই রিটে নিরাপনকে পক্ষভুক্ত করার আবেদন করি। আদালত সেই আবেদনে মঞ্জুর করেন। এরপর সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আদালত তাদের কার‌্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।

তৈরি পোশাক খাতের উত্তর আমেরিকার ক্রেতাজোট সংস্থা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (অ্যালায়েন্স) নির্ধারিত সময়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম গুটিয়ে নিলেও চলতি বছরের শুরুর দিকে নতুনরূপে কার্যক্রম শুরু করেছে। এই নতুন প্ল্যাটফর্মটি হলো ‘নিরাপন’।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।