ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আদালত

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাটে মাদকদ্রব্য মামলায় নিলিফা বিবি (৪৭) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত নিলিফা জয়পুরহাট সদর উপজেলার রহিমাপুর গ্রামের মৃত সলিমুদ্দিনের স্ত্রী।

 

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৮ আগস্ট বিকেলে পাঁচবিবি থানাধীন চেচঁড়া (গলাকাটা) এলাকা থেকে নিলিফাকে ৪৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করে। পরে একই বছরের ২৫ সেপ্টেম্বর আদালতে চার্যশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা।  

নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণীত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতান আলম মোল্লা ও অ্যাডভোকেট এম রায়হান নবী।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।