ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

সিনহার বিরুদ্ধে মামলায় প্র‌তি‌বেদন ২৯ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
সিনহার বিরুদ্ধে মামলায় প্র‌তি‌বেদন ২৯ অক্টোবর এস কে সিনহা/ফাইল ফটো

ঢাকা: ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকা‌রের সা‌বেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তা‌রিখ পি‌ছি‌য়ে‌ছে।

সোমবার (২৩ সে‌প্টেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার ২৯ অ‌ক্টোবর এজন্য নতুন দিন ধার্য করেন।

ঘুষ চাওয়ার অভিযোগ ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এস‌কে সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দা‌য়ের করেন।

অ‌ভি‌যো‌গে বলা হয়, মমলা‌টি প্রথ‌মে খা‌রিজ করার পর রায় প‌রিবর্তন করা হয়। এই মামলা থেকে অব্যাহ‌তি দি‌তে নাজমুল হুদার কাছ থে‌কে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক উৎকোচ চেয়েছিলেন এসকে সিনহা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।