ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

উইলস লিটল ফ্লাওয়ারের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
উইলস লিটল ফ্লাওয়ারের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

ঢাকা: ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ইংরেজি ভার্সনে পড়া এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

সঙ্গে ছিলেন আইনজীবী অজিহা আক্তার মালা। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন।  

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অমিত তালুকদার। তিনি বলেন, বাংলা ও ইংলিশ ভার্সনের অভিভাবকদের ভোটার করা হলেও ইংরেজি মিডিয়ামের অভিভাবকদের ভোটার করা হয়নি। এ কারণে ইংলিশ মিডিয়ামের এক অভিভাবক হাইকোর্টে রিট করেছেন।   

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।