ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় বিক্রেতার যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বরিশালে মাদক মামলায় বিক্রেতার যাবজ্জীবন

ব‌রিশাল: বরিশালে মাদক মামলায় মিরাজ হাওলাদার নামে এক মাদকবিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এ কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিরাজ বরিশাল নগরের সোনা মিয়ারপুল সংলগ্ন নতুন হাট এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ ডিসেম্বর রাত সোয়া ১০টায় বরিশাল কাউনিয়া মরকখোলা পোল এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিলসহ মিরাজকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় নগরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৩ সালের ২২ জানুয়ারি বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।