bangla news

পটুয়াখালীতে ২৩ মাসে গ্রাম আদালতে ৪৩০০ মামলা নিষ্পত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৯ ৪:৪০:০৪ পিএম
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা। ছবি: বাংলানিউজ

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী জেলার ৪টি উপজেলার ৪৫টি ইউনিয়নের গ্রাম আদালতে জুলাই-২০১৭ থেকে মে-২০১৯ পর্যন্ত সময়ে প্রায় ৪৩০০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) জেলা প্রশাসক দরবার হলে আয়োজিত জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হেমায়েত উদ্দিন। সভার সঞ্চালনায় ছিলেন ইউএডিপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সৈকত মজুমদার সৌরভ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ লুৎফর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন  ইউএনডিপি’র প্রকল্প সমন্বয়কারী মো. শাহাদাৎ হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন- ওয়েভ ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা মো. শফিউল আযম, বাউফল উপজেলা সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার মো. মনিরুজ্জামান, মির্জাগঞ্জের মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে অ্যাডভোকেট হুমায়ুন কবির, তানভীর আহমেদ, আলতাফ হাওলাদার, আবুল কালাম, আব্দুল আজিজ হাওলাদার ও নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক দিলারা খানম, সাংবাদিক জালাল আহমেদ, সুবিধাভোগী সুমী বেগম ও মোমেনা বেগম।

সভায় চারটি উপজেলার ইউএনও এবং ৪৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মামলার জট নিরসনে তৃণমূলে সাধারণ মানুষকে সহজে সুবিচার প্রদানে সরকার ২০১৭ সালের ১৭ জুলাই বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প চালু করে।

এ প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ২৭টি জেলায় ১২৮টি উপজেলার ১০৮০ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়। ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ প্রভৃতি শ্লোগান নিয়ে পটুয়াখালী জেলার সদর উপজেলা, গলাচিপা, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলার ৪৫টি ইউনিয়নে ওয়েভ ফাউন্ডেশন ও স্থানীয় সরকার সহযোগিতায় গ্রাম আদালত’র সক্রিয়করণ কার্যক্রম চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-19 16:40:04