ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

কলেজছাত্র অহিদুজ্জামান হত্যায় ৪ জনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
কলেজছাত্র অহিদুজ্জামান হত্যায় ৪ জনের যাবজ্জীবন

ঢাকা: মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষ ও বঙ্গবন্ধু ল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহিদুজ্জামান অহিদ হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি ওই চারজনকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লেনিন ব্যাপারী, শাহাবুদ্দিন দর্জি, রেজাউল ব্যাপারী, ও এমএম ফয়সাল আহমেদ। এদের মধ্যে রেজাউল ব্যাপারী পলাতক রয়েছেন।  

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহিউদ্দিন দর্জি নামে এক আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত আসামিদের সাজা পরোয়ানা জারি করে কারগারে পাঠিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১১-১২ শিক্ষাবর্ষে সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনে কমনরুম বিষয়ক সেক্রেটারি পদে নির্বাচিত অহিদুজ্জামান অহিদ ইতালি যাওয়ার জন্য আসামি মহিউদ্দিন ও রেজাউলকে ১০
লাখ টাকা দেন। কিন্তু আসামিরা তাকে ইতালি পাঠাতে না পারলে অহিদ টাকা ফেরত চান।

এরমধ্যে তিথি নামে এক তরুণীকে বিয়ে করেন অহিদ। কিন্তু তিথিকে ‘ভালবাসতেন’ ইতালি প্রবাসী আসামি রেজাউল। তিনি যখন জানতে পারেন যে তিথিকে বিয়ে করছেন অহিদ, তখন রেজাউল ইতালিতে বসেই অহিদকে হত্যার ছক কষেন। এ পরিকল্পনায় অন্য আসামিদেরও যুক্ত করেন তিনি।

পরিকল্পনা অনুযারী আসামিরা অহিদকে ১০ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলে ঢাকার সাভার নিয়ে আসেন এবং হত্যা করেন। পরে ২০১৩ সালের ৬ মার্চ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন কাশিমপুর সাকিনস্থ চর দিঘলিয়া শাহ ব্যাপারীর ভুট্টা ক্ষেতে অহিদের মরদেহ পাওয়া যায়।

ওই ঘটনায় এসআই আ. ছালাম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর  ২০১৪ সালের ২২ নভেম্বর ডিবির পুলিশ পরিদর্শক মদন মোহন বণিক ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকাজ চলাকালে এক আসামি মারা যান। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে একজনকে অব্যাহতি দিয়ে বাকি ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।