ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

লক্ষ্মীপুরে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
লক্ষ্মীপুরে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপিল) দুপুর ১২টায় লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের বিচারক শাহেনূর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কবির লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় কবির আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী গ্রামে ব্যবসায়ী সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ২৩ নভেম্বর নিহতের ভাই মো. গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে কবিরকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের কারেন। চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ প্রধান আসামি কবিরসহ তিনজনের নাম আদালতে পাঠায়। পরে আদালত সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।