ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

কিশোর আহমেদ হত্যায় দুই সহোদরের ফাঁসির আদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
কিশোর আহমেদ হত্যায় দুই সহোদরের ফাঁসির আদেশ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে কিশোর আহমেদ আলী হত্যা মামলায় দুই সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম ফাঁসির দণ্ডের এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন- মো. শাহাদাত হোসেন বাবু এবং মো. সাজ্জাদ হোসেন পিপলু।

দুজনই কারাগারে রয়েছেন। তারা রাজধানীর উত্তর মাদারটেকের মৃত মো. সায়েদ আলীর ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সহোদরের বাবা মো. সায়েদ আলীও এই মামলার আসামি ছিলেন। মামলার বিচার চলাকালে তিনি মারা যান। মৃত্যু হয় মিলন মিয়া আরেক আসামির। ফলে তাদের মামলার দায় থেকে মুক্তি দেয়া হয়।  
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. গুলজার হোসেন, বাদল হোসেন ও মো. রমিজ উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  

জানা যায়, ২০১১ সালের ১১ মে রাতে আহমেদ আলীকে (১৫) পূর্ব গোরানের জনৈক আতিকের চায়ের দোকানের পেছনে জবাই করে হত্যা করা হয়। পরে আহমদের মা নার্গিস বাদী হয়ে একটি মামলা করেন।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাড়ি থেকে উচ্ছেদ করার জন্যই এ হত্যাকাণ্ড চালানো হয়।  

এদিকে ২০১২ সালের ১৭ এপ্রিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাদিক মজিবুর রহমান আদালতে সাতজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ২০১৩ সালের ২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।