ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খননের দায়ে এক ব্যক্তির জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খননের দায়ে এক ব্যক্তির জেল

নাটোর: নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খননের দায়ে রুবেল রানা (২৬) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আসরাফুল আলমের ছেলে।

বড়াইগ্রাম ইউএনও মো. আনোয়ার পারভেজ বাংলানিউজকে জানান, সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বড়াইগ্রামের মৌখাড়া এলাকায় কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছিলেন রুবেল রানা নামে এক ব্যক্তি।  

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে রুবেল রানা নামে ওই ব্যক্তিকে ভেকু মেশিনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।