ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

মানিকগঞ্জে মাদকবিক্রির দায়ে ৩ যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
মানিকগঞ্জে মাদকবিক্রির দায়ে ৩ যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রির দায়ে তিন যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এ দণ্ড দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চরগোস্তা গ্রামের মোকছেদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৮),  একই উপজেলার বেওথা এলাকার আফাজ উদ্দিনের ছেলে আরজান আলী (৩৮) এবং একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে সুজন মিয়া (২৮)।


 
জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলে শহরের বান্দুটিয়া এলাকায় থেকে ১৫ গ্রাম হেরোইনসহ তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক যুবকদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন ও জানান ইনচার্জ সাইফুল।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।