ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

নির্বাচনী ট্রাইব্যুনালে আরও ৫ জনের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
নির্বাচনী ট্রাইব্যুনালে আরও ৫ জনের আবেদন হাইকোর্ট

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে শেরপুর-৩, বরিশাল-৬ আসনের পরাজিত প্রার্থীসহ আবেদন করেছেন আরও পাঁচ প্রার্থী।

রোববার (১৭ ফেব্রুয়ারি) তাদের পক্ষে আইনজীবী এম আতিকুর রহমান, সগীর হোসেন লিয়ন এবং খন্দকার বাহার রুমী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।  

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ৭৪ প্রার্থী আবেদন করেছিলেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার সুযোগ রয়েছে।
  
নির্বাচন সংক্রান্ত এসব আবেদন নিষ্পত্তি হবে ছয়টি একক বেঞ্চে। ছয় বেঞ্চের বিচারপতিরা হলেন- বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন।
 
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাগুলোর দেখার জন্য আইনজীবীদের দায়িত্ব বন্টন করা হয়েছে।
 
বরিশাল বিভাগের জন্য জয়নুল আবেদীন নিজেই, ঢাকা বিভাগের জন্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, রাজশাহী বিভাগের জন্য ব্যারিস্টার আমিনুল হক, চট্টগ্রামে মীর মো. নাসিরুদ্দিন, রংপুর বিভাগের জন্য ব্যারিস্টার নওশাদ জমির, কিশোরগঞ্জ-ময়মনসিংহে ফজলুর রহমান, খুলনা ও ফরিদপুরের জন্য নিতাই রায় চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।