ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

বাগেরহাট জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
বাগেরহাট জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী কারাগারে

বাগেরহাট: বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাদের আদালতে পাঠালে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আটকরা হলেন- বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াত নেতা এমাদুদ্দিন, মিজানুর রহমান, মনিরুজ্জামান, সগীর আকন ও বদরুজ্জামান।



এর আগে, এদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাগেরহাট মডেল থানা পুলিশ। পরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী ইকবাল বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।