ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ফরহাদ খাঁ দম্পতি হত্যা: ফাঁসি কমিয়ে যাবজ্জীবন ২ আসামির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ফরহাদ খাঁ দম্পতি হত্যা: ফাঁসি কমিয়ে যাবজ্জীবন ২ আসামির সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি/ফাইল ফটো

ঢাকা: সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৬ অক্টোবর) এ রায় দেন।

গত ১১ অক্টোবর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষে রায়ের জন্য ১৬ অক্টোবর (মঙ্গলবার) দিন নির্ধারণ করা হয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল হাতেম আলী ও আবুল কালাম আজাদ খান।

পরে মনিরুজ্জামান রুবেল বলেন, দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

মনিরুজ্জামান রুবেল আরও বলেন, রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ দণ্ড চেয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

এছাড়া ফরহাদ খাঁর মোবাইল ফোনের কল-লিস্টের সূত্র ধরে শফিকুল ইসলাম সুজন নামের এক যুবককে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়। এই যুবক সম্পর্কে চার্জশিটে কিছুই উল্লেখ নেই। কেন তাকে ধরা হলো বা কেন তাকে ছেড়ে দেওয়া হলো বা তার কোনো সংশ্লিষ্টতা ছিল কি-না, সে বিষয়টি পুলিশ প্রধানকে (আইজিপি) ইনকোয়্যারি করতে বলা হয়েছে।

২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ দম্পত্তির আপন ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স ও আপিল আকারে হাইকোর্টে শুনানির জন্য আসে।

গত ৭ আগস্ট থেকে আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।