ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ঝালকাঠিতে ডাকাতি মামলায় ৭ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
ঝালকাঠিতে ডাকাতি মামলায় ৭ জনের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে ডাকাতি মামলায় সাত জনকে পৃথক দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ সেপ্টেম্বর) ঝালকাঠির যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর আ স ম  মোস্তাফিজুর রহমান মনু বাংলানিউজকে জানান, ডাকাতি মামলায় পৃথক দুটি ধারায় সাত আসামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

যারমধ্যে ৩৯৫ ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৩৯৭ ধারায় আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একত্রে চলবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মেহেদী হাসান ওরফে বাবুল, কেরামত আলী, মনির হোসেন, জাহাঙ্গীর হাওলাদার, মো. পান্নু, জাকির হোসেন ও আ. ছালাম হাওলাদার।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৫ জানুয়ারি রাতে রাজাপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আ. সোমেদ হাওলাদারের বাড়িতে ডাকাত দলটি অস্ত্রের মুখে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমেদের ছেলে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।  

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল তদন্ত শেষে ২০১০ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।