ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ভাঙচুর মামলায় চার বিশ্ববিদ্যালয়ছাত্রের জামিন নামঞ্জুর

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
ভাঙচুর মামলায় চার বিশ্ববিদ্যালয়ছাত্রের জামিন নামঞ্জুর আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা। ফাইল ফটো

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ আগস্ট) জামিন আবেদনের উপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রনব কুমার হুই এ আদেশ দেন।  

আন্দোলনের সময় ভাঙচুর ও হামলার ঘটনায় রাজধানীর বাড্ডা ও ভাটারা থানায় মামলা দু’টি করা হয়।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- তরিকুল ইসলাম, রেদোয়ান আহমেদ, মাসহাদ মুর্তজা আহাদ ও আজিজুল করিম অন্তর।

গত ৯ আগস্ট ওই চার আসামিসহ ২২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত ৭ আগস্ট  ২২ আসামির সবার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।