ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বড়াইগ্রামে ৩১ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
বড়াইগ্রামে ৩১ জনের কারাদণ্ড

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রকাশ্যে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ আগস্ট) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনোয়ার পারভেজ এ দণ্ড দেন। এর আগে পৌনে ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় একটি ঘর থেকে মাদক সেবন ও জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।

তবে তাক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. আজমল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল রোববার সন্ধ্যায় গড়মাটি বাজারে একটি চায়ের দোকানের কাছে একটি ঘর থেকে ৩১জনকে আটক করে। এদের মধ্যে ২৭ জনকে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে জুয়া আইনে সাজা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।