ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি প্রার্থীর বৈধতা প্রশ্নে হাইকোর্টে সোনালী ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বিএনপি প্রার্থীর বৈধতা প্রশ্নে হাইকোর্টে সোনালী ব্যাংক

ঢাকা: আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে  বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার ঋণ খেলাপির  কারণে মানোনয়ন বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে সোনালী ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি সালমা  মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে গত ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কর্তৃপক্ষ।

 

এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে সোনালী ব্যাংক। আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী শামীম খালেদ। বাবলার পক্ষে থাকবেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তিনি বলেন, গত পরশুদিন রিট করা হয়। আজ (বৃহস্পতিবার) শুনানি অনুষ্ঠিত হবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু পরিবেশ সংক্রান্ত কমিটির প্রধান কাজী হাসান আহমেদ ৩০ নভেম্বর  সাংবাদিকদের জানিয়েছিলেন, সোনালী ব্যাংক বিএনপি সমর্থিত মেয়র  পদপ্রার্থী কাওসার জামান বাবলার  বৈধ  মনোনয়নপত্র  বাতিল  চেয়ে  ২৭  নভেম্বর  আবেদন করে।

কিন্তু  শুনানিতে  বাবলার  বিরুদ্ধে  ঋণ  খেলাপির  কোনো  প্রমাণ  উপস্থাপন করতে পারেননি সোনালী ব্যাংকের আইনজীবী। ফলে সোনালী ব্যাংকের আবেদন  নামঞ্জুর  করা হয়।  


এর  ফলে  মেয়র  পদে  কাওসার  জামান  বাবলার  নির্বাচন  করার  ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।

২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের  শেষ  দিনে  সাত  মেয়র প্রার্থীর  মধ্যে  কাওসার  জামান  বাবলার  মনোনয়নও  বৈধ  ঘোষণা  করেন  রিটার্নিং  কর্মকর্তা।  কিন্তু  ২৭  নভেম্বর  খেলাপি ঋণের কারণ দেখিয়ে কাওসার জামান বাবলার  মনোনয়নপত্র  বাতিলের  আবেদন  করেন  সোনালী  ব্যাংকের  ঢাকার বৈদেশিক  বাণিজ্যিক  করপোরেট  শাখার  সহকারী  মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রার্থীরা হলেন-আওয়ামী  লীগের  সরফুদ্দীন  আহমেদ  ঝন্টু,  বিএনপির  কাওসার  জামান  বাবলা,  জাতীয়  পার্টির  মোস্তাফিজার  রহমান  মোস্তফা,  ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফাবাবু, বাসদের আবদুল কুদ্দুস,  ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ইএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।