ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মৃত্যুদণ্ড কমিয়ে হাইকোর্টে দুই জঙ্গির যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
মৃত্যুদণ্ড কমিয়ে হাইকোর্টে দুই জঙ্গির যাবজ্জীবন

ঢাকা: দেশজুড়ে সিরিজ বোমা হামলার ঘটনায় শরীয়তপুরের মামলায় জঙ্গি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারি ওরফে মালেক জেহাদীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

এ মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৪ জুলাই) এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল জহিরুল হক জহির।  

২০০৫ সালে ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারে সারাদেশের মতো একযোগে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারি ওরফে মালেক জেহাদীকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত।  

পরবর্তীতে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। পাশাপাশি হাইকোর্টে আপিল করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ইএস/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।