ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তার ১০ বছর করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তার ১০ বছর করে কারাদণ্ড

বরিশাল: বরিশালে গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) বরিশাল বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা শাহ আলম।

দেলোয়ার যশোরের ছাতিয়াতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং শাহ আলম বাগেরহাটের শরনখোলার চালিতাবুনিয়ার হাতেম আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ১২ জানুয়ারি পর্যন্ত ৩ গ্রাহকের ১ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা আত্মসাৎ করেন এই দুই কর্মকর্তা। এ ঘটনায় দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর মামলা দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক বাহাদুর আলম ২০১৪ সালের ১৪ অক্টোবর ওই দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন।

১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক রোববার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad