ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

দীর্ঘ কারাবন্দি দু’জনের বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
দীর্ঘ কারাবন্দি দু’জনের বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: তিন মাসের মধ্যে দীর্ঘ কারাবন্দি দুই আসামির মামলার বিচার শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
দু’জনের মধ্যে পাবনার আতাইকুলার কাইলা কালাম একটি হত্যা মামলায় ২০০৪ সালের ১৫ এপ্রিল থেকে পাবনা কারাগারে আছেন।

আর ২০০৫ সালের ১৮ অক্টোবর থেকে আরেকটি হত্যা মামলায় নাটোর জেলা কারাগারে আছেন আবদুল খালেক।  
 
গত ০৫ ফেব্রুয়ারি তাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া।
 
এরপর তাদের জামিন নিয়ে রুল জারি করেন হাইকোর্টে। পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরেরও আদেশ দেন। সে অনুসারে তাদেরকে হাজির করে কারা কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।