ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

দুদকের নোটিশ নিয়ে সিগমা হুদার রিট খারিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৪, ফেব্রুয়ারি ২২, ২০১৭
দুদকের নোটিশ নিয়ে সিগমা হুদার রিট খারিজ

ঢাকা: সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ ফেব্রুয়ারি) এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

পরে খুরশীদ আলম খান বলেন, নোটিশের বৈধতা নিয়ে করা রিটের প্রেক্ষিতে জারি করা রুলও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক। পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটটির শুনানি নিয়ে একই বছরের ২৭ জানুয়ারি নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

গত বছরের ১৪ আগস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।