ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

আদনান হত্যায় সাত আসামি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, ফেব্রুয়ারি ৯, ২০১৭
আদনান হত্যায় সাত আসামি রিমান্ডে

ঢাকা: রাজধানীর উত্তরায় দুই গ্রুপের আন্তঃকোন্দলের জেরে খুন হওয়া কিশোর আদনান কবির হত্যায় সাত আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে হাজির করে ১০দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা (পশ্চিম) থানার এসআই শাহীন মিয়া।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকী প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ জানুয়ারি উত্তরা ১৩ নম্বর সেক্টর, ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে কুপিয়ে খুন করা হয় কিশোর আদনানকে।
এ ঘটনায় নিহতের পিতা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭ 
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।